How To Write A Business Plan
About This Course
গত দশকে বাংলাদেশে বিজনেস বা স্টার্টআপ এর প্রতি মানুষের ঝোক বেড়েছে বহুলাংশে। তাই তো এই উদ্যোক্তা হওয়ার ঝোক ও তথ্যপ্রযুক্তির বিপুল ব্যবহার থেকে সব নতুন ব্যবসা উদ্যোগ বা স্টার্টআপ বেড়েছে। ইতোমধ্যেই অনেক বিজনেস বা স্টার্টআপ সাফল্যের মুখ দেখছে, আবার সাথে বিদেশী বিনিয়োগও পাচ্ছে। কিন্তু মুদ্রার ওপিঠে আবার অনেক ব্যবসা মুখ থুবড়েও পড়ছে। বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবসাগুলোর মুখ থুবড়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে, সঠিক বিজনেস প্ল্যান না করে ব্যবসায় নেমে পড়া।
একটা বিজনেস এর সফলতার অনেকাংশে নির্ভর করে বিজনেস প্ল্যান এর উপর। তাই আপনার সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন কে বাস্তবায়িত করতে হলে, আপনার প্রথমেই সঠিকভাবে একটি বিজনেস প্ল্যান তৈরী করে নিতে হবে। অনেকে তো তড়িঘড়ি করে বিজনেস প্ল্যান করতেও বসে পড়ে, কিন্তু তাও তো দেখা যায়, সফল হয় নাহ। তাহলে ঘাবলাটা কোথায়? মূলত ঘাবলাটা হচ্ছে, একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি বা রোডম্যাপ অনুযায়ী বিজনেস প্ল্যান তৈরী করতে না পারায়। বিজনেস প্ল্যান করতে হবে সুবিন্যস্তরূপে, সুশৃঙ্খলরূপে, নির্দিষ্ট লক্ষ্য নিয়ে। আর এই স্ট্র্যাটেজি বা রোডম্যাপটাই আলোচনা করা হবে, “How to Write a Business Plan” কোর্সটিতে।
“How to Write a Business Plan” কোর্সটি সম্পূর্ণভাবে শেষ করলে আপনি আপনার বিজনেস বা স্টার্টআপ এর জন্য চমৎকার একটি বিজনেস প্ল্যান তৈরী করে ফেলতে পারবেন।
এখন প্রশ্ন হচ্ছে, বাজারে “How to Write a Business Plan” সংক্রান্ত কোর্স তো অনেক আছে, তবে আমাদের কোর্সটিই বা কেন বেছে নিবেন? এক্ষেত্রে মূল কারণ হচ্ছে, আমরা এই কোর্সটিতে আপনাকে শুধু গদবাধা জিনিষ শেখাবোনা বা শুধু থিওরী আওড়াবোনা। আমরা এই কোর্সটির মাধ্যমে আপনাকে বিজনেস প্ল্যান তৈরী করার কম্পলিট রোডম্যাপ শিখাবো, বিভিন্ন ফ্রেমওয়ার্ক ব্যবহার করে আপনি কিভাবে বিজনেস প্ল্যান এর বিভিন্ন অংশ প্রস্তুত করবেন তা প্র্যাকটিক্যাল এপ্রোচ এ শিখাবো।
“How to Write a Business Plan” কোর্স থেকে যেভাবে বেনিফিটেড হবেন –
- বিজনেস প্ল্যান এর Executive Summary নিখুঁত ভাবে লিখতে পারবেন।
- খুব সহজেই আপনার Target Market খুঁজে বের করতে পারবেন।
- আপনার Competitor কারা, এবং তাঁদের Weakness ও Strength গুলো খুজে বের করতে পারবেন।
- Target Market অনুযায়ী Product বা Service কিভাবে ডেভেলপ করবেন, সে সম্পর্কে একটা ধারণা পাবেন।
- আপনার Product বা Service Description এর পূর্ণাঙ্গ বিবরণ তৈরী করতে পারবেন।
- আপনার ব্যবসার জন্য স্ট্রং Business Model খুঁজে পাবেন।
- একটা পার্ফেক্ট ম্যানেজমেন্ট টিম তৈরীর পূর্ণাঙ্গ বিষয়াদি লিখতে পারবেন।
- আপনার ব্যবসা বা স্টার্টআপ এর মার্কেটিং এবং সেলিং স্ট্র্যাটেজি সেট করতে পারবেন।
- আপনার ব্যবসা সম্পর্কিত Financial বিষয়াদি কিভাবে উপস্থাপন করতে হবে, তা শিখতে পারবেন। (অর্থাৎ আপনার বিজনেস বা স্টার্টআপ শুরু করতে প্রারম্ভিক কত মূলধন দরকার, কত ইনভেস্টমেন্ট দরকার, আর সেই ইনভেস্টমেন্ট এর টাকা কিভাবে পরিশোধ করবেন, সে সম্পর্কিত তথ্যাদি সুনিপুণ এবং সঠিকভাবে উল্লেখ করতে পারবেন)।
- আপনার বিজনেস বা প্রজেক্ট এর Lifetime Value বের করতে পারবেন।
- আপনার ব্যবসার জন্য Milestone সেট করতে পারবেন।
- একটা দুর্দান্ত Startup Pitch তৈরী করতে পারবেন।
সর্বোপরি, এই “How to Write a Business প্লান” কোর্সটি সম্পন্ন করার পর আপনি আপনার বিজনেস বা স্টার্টআপ এর জন্য একটা Effective বিজনেস প্ল্যান লিখতে পারবেন। এক্ষেত্রে বিজনেস প্ল্যান তৈরী করে দেওয়ার জন্য আপনার আর নতুন করে কনসাল্ট্যান্ট Hire করা লাগবে না। ফলে আপনার অর্থ ও সময় দুটোই বেঁচে গেল।
কাদের জন্য এই “How to Write a Business Plan” কোর্স-
- তরুণ উদ্যোক্তা
- চাকুরিজীবি কিন্তু বিজনেসে আগ্রহী
- শিক্ষার্থী পড়াশোনার ফাঁকে ব্যবসা দাঁড় করাতে ইচ্ছুক
- গৃহিণী কিন্ত ঘরে বসে বিজনেস বিল্ড করতে আগ্রহী
সর্বসাকুল্যে সবার জন্য এই কোর্স প্রযোজ্য।
ইনস্ট্রাক্টর পরিচিতি
“How to Write a Business Plan” এই কোর্সটির কো-অর্ডিনেটর হিসেবে থাকবেন NK Group এর Finance Manager, আমাদের সকলের পরিচিত মুখ GK Zilany। ইতোপূর্বে তিনি আরো স্বনামধন্য প্রতিষ্টানের Finance Manager হিসেবে কাজ করেছেন। এছাড়াও GK Zilany একজন UK ACCA Member। বর্তমানে তিনি তাঁর কর্পোরেট জীবনের পাশাপাশি Youth এর ডেভেলপমেন্ট ও স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য ব্যবসা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর প্রশিক্ষণ করাচ্ছেন।
💡সেশনের সাথে আরো যা পাবেন :
✅ কোর্স ম্যাটেরিয়াল
✅ সার্টিফিকেট
তাহলে আর দেরী কেন? কোর্সটিটে এনরোল করে ফেলুন এখনী এবং আপনার স্টার্টআপ বা বিজনেস এর জন্য তৈরী করে ফেলুন একটি পরিপূর্ণ বিজনেস প্ল্যান।✅✅